মমতা ব্যানার্জীকেও আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এক হাজার কেজি (২৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন।
সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে এ উপহার পাঠানো হয়।
ভারতে নিযুক্ত কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম আমের প্যাকেটগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এর আগে সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়।
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ডেপুটি থার্ড সেক্রেটারি মারিফাত তারিকুল ইসলাম বলেন, এ শুভেচ্ছা উপহার দু’দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।
এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।