ক্রিকেট

বলেছেন পাপন, তামিম খেলতে চাইলে কোচকে জিজ্ঞেস করার কী আছে?  

তামিম ইকবাল ফের জাতীয় দলে ফিরবেন কিনা এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যখনই সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, তখনই এই প্রশ্ন উঠছে।  আজ শনিবার বিসিবি বোর্ড সভার পরও যথারীতি সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হলো, তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে।

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তামিম ইকবালের সম্পর্ক কেমন? বিসিবির পক্ষে তাঁদের আবার একই ড্রেসিংরুমে একসঙ্গে আনা সম্ভব কিনা? এমন প্রশ্নে পাপনের জবাব,  ‘সম্ভব কি না, এটা বোঝার জন্য আগে ওনাদের সঙ্গে বসতে হবে। তামিমের সঙ্গে বসাটা বড়ই জরুরি। সে জন্য বলেছি, আগে তামিমের পরিকল্পনা শোনার জন্য। তার পরিকল্পনা জানলে আমরা সামনে অগ্রসর হতে পারব।’

বিসিবি সভাপতি আরও বলেছেন তামিম–হাথুরুর সমস্যার সমাধানে অন্তত হাথুরুসিংহের কাছ থেকে তাঁদের আলাদা করে কিছু জানার নেই, ‘কোচের কথা যদি বলেন, তাঁর সঙ্গে আলাদা করে বসার কিছু আমি দেখছি না। তামিম যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। এ ব্যাপারে আবার কোচকে জিজ্ঞেস করার কী আছে?’

 

এ সম্পর্কিত আরও পড়ুন