ডিভোর্সের কথা স্বীকার ইমরানের, নতুন প্রেমের ঘোষণা
বেশ কয়েক বছর ধরেই বলিউড পাড়ায় অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিকের বিবাহবিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। ২০১৯ সালে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন ইমরান খান-গুঞ্জন উঠলেও ওইসময় অবন্তিকার মা বন্দনা মালিক ওই তা নাকচ করে গণমাধ্যমকে জানিয়েছিলেন, এ জুটির বিবাহবিচ্ছেদ হচ্ছে না। তবে বরাবরের মতো মুখ বন্ধ রেখেছিলেন অবন্তিকা ও ইমরান খান।
তবে ইমরান খান আর নীরব থাকতে পারলেন না। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এবারই প্রথম বিবাহবিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান সাক্ষাৎকারে বলেন, ‘গুঞ্জন রয়েছে, লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছি— এটি সত্য। আমার (ইমরান-অবন্তিকা) বিবাহবিচ্ছেদ হয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আলাদা হয়েছি।’
অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গত বছরই বলিপাড়ায় গুঞ্জন চাউর হয়। তাদের একটি ভিডিওকে কেন্দ্র করে এ গুঞ্জন শুরু হয়। শুধু তাই নয়, লেখার কারণে ইমরানের সংসার ভেঙেছে বলেও শোনা যায়।
এ বিষয়ে ক্ষুব্ধ ইমরান খান বলেন, ‘আমার প্রেমিকা লেখা আমার এবং অবন্তিকার সংসার ভাঙেনি। ফলে তাঁকে ‘ঘরভাঙানি’ বলা বন্ধ করুন। ২০২০ সালে লকডাউনের সময় থেকে আমরা একে-অপরের বন্ধু হয়ে উঠি। তারপর আমাদের প্রেম হয়। অবন্তিকার সঙ্গে বিয়ে ভাঙার অনেক পরে লেখা আমার জীবনে এসেছেন। ফলে তাঁকে আমার এবং অবন্তিকার বিয়ে ভাঙার জন্য একেবারেই দায়ী করবেন না আপনারা।’
একটু ব্যাখ্যা করে ইমরান খান বলেন, ‘লকডাউনের সময়ে লেখার সঙ্গে আমার ঘনিষ্ঠতা তৈরি হয়। অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের দেড় বছর পর আমাদের (ইমরান-লেখা) মাঝে সম্পর্ক তৈরি হয়।’
প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছরের প্রেমের ইনিংস শেষে ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান খান। ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
ওই সময় তাঁর কাছে সব ছিল। জনপ্রিয়তা, খ্যাতি, পয়সা সব। তবে ধীরে ধীরে সেই খ্যাতির আলো কমতে থাকে। কাজও পেতে অসুবিধা হয় ইমরানের। সংসারের অর্থের অভাব দেখা দিতে থাকে। অবন্তিকার সঙ্গে তৈরি হয় তাঁর দূরত্ব। একটা সময় পর অবন্তিকা ইমরানের সংসার ছেড়ে বেরিয়ে যান। তাঁদের এক কন্যাসন্তান হয়। অবন্তিকা সেই কন্যা সন্তানকে নিয়েই ইমরানের সংসার ছেড়েছিলেন।
ইমরানের অভিনীত অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাট্টি বাট্টি’মুক্তি পায় ২০১৫ সালে। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন কঙ্গনা রাণৌত। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি।