ভাইরাল 'কাঁচা বাদাম' গায়কের হাতে আইফোন ১৩
'কাঁচা বাদাম' এক গানেই পরিচিতি লাভ ভুবন বাদ্যকর আর রাতারাতি সেই গান ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে দেয়। এর পর তিনি শুধু ভাইরলা টপিকে সীমাবদ্ধ থাকেন নি, পৌঁছে যান কলকাতার বিভিন্ন স্টেজ শো, টিভি শো-তে।
সোশাল মিডিয়ায় পরিচিতির মাধ্যমে ভুবন বাদ্যকরের আর্থিক অবস্থায় আসে ব্যাপক পরিবর্তন। কাঁচা মাটির বাড়ি হয়েছে এখন পাকা দালান। সেখানে পতিবারকে নিয়ে আরাম-আয়েশে বসবাস করেন।
তার ব্যাক্তিগত ইউটিবে চ্যানেল ভিডি ও প্রকাশ করে তিনি জানান, কিছুদিন আগে তিনি দিল্লিতে গিয়েছিলেন। সেখানেই উপহার পেয়েছেন কালো রঙের নতুন আইফোন ১৩ মডেলের ফোনটি। যেটার বাজার মূল্য এক লাখ টাকা।
উল্লেখ্য, ভুবনের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। মূলত সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গানটি গেয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর সুবাদে তিনি ‘দাদাগিরি’, ‘ইস্মার্ট জোড়ি’র মতো টিভি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।