ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৬ শিরোপার লড়াইয়ে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। খেলায় প্রথমার্ধে পিছিয়ে পড়ে বাংলার মেয়েরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে আনে সমতা। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় পর টাইব্রেকারে ভারতে পরিজিত করে বাংলার বাঘিনীরা।
নেপালের কাঠমুন্ডুতে খেলা শুরু পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে যায় ভারত। শুরুতেই গোল খেয়ে কিছুটা এলোমেলো ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা।
তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রাখতে শুরু করে বাংলাদেশ। পুরস্কারটা আদায় করে নেয় ৭১ মিনিটে। মোমিতার সুযোগ সন্ধানী করা গোলে ১–১ সমতায় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে না পারলে মেয়েদের সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবলের ফাইনাল গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়। ৩-২ গোলে জিতে শিরোপা-উৎসবে মাতে বাংলাদেশের মেয়েরা।