আন্তর্জাতিক

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা কাল

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রোববার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেন।

দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান। সেই হিসেবে রোববার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা রাখবেন শুরু করবেন দেশটির মুসলিমরা।

এর আগে প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া।

সৌদি আরব এর  কয়েক ঘণ্টা আগেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করেছে। চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের চাঁদপুরসহ বেশ কিছু জেলার বাসিন্দারা আগামীকাল রোজা রাখবেন।

এদিকে ১১ মার্চ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন