আন্তর্জাতিক

ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হুতি পরিচালিত টেলিভিশন আল মাসিরা’র খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা এবং রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালানো হয়েছে।

গেল বছরের নভেম্বর গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারাল। হামলাটি এমন এক সময় চালানো হলো যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

এদিকে ব্রিটেন এবং মার্কিন জোটসহ অন্যরা হুতিদের ওপর হামলা চালানোর পর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রচারণা আর বেশি বেড়েছে।

গেলো বুধবার (০৬ মার্চ) এডেন বন্দরের উপকূলে বারবাডোস পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় হুতিরা। ওই হামলায় জাহাজের তিন ক্রু নিহত হন। এ ছাড়া গেলো ১৮ ফেব্রুয়ারি রুবিমার জাহাজে হামলা চালালে ওই জাহাজটি পরবর্তীতে ডুবে যায়।

এমন পরিস্থিতিতে অনেক জাহাজ লম্বা পথে ঘুরে আফ্রিকা হয়ে যাচ্ছে। এত বেড়েছে জাহাজের ভাড়াও।

এ সম্পর্কিত আরও পড়ুন