ধামরাইয়ে ঠিকাদারকে মারধর, জনপ্রতিনিধিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
ঢাকার ধামরাইয়ে রাস্তা থেকে তুলে নিয়ে হাসেম আলী (৩৯) নামে এক ঠিকাদারকে মারধরের অভিযোগে দুই জনপ্রতিনিধিসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার (১০ মার্চ) রাতে ভুক্তভোগীর ভাই জাহের আলী বাদী হয়ে ধামরাই থানায় মামলাটি করেন।
গেলো মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। মামলায় আসামিরা হলেন- ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান (৫৫), তার দুই ছেলে মমিন (২৭) ও রিপন আলী (৩০), কুল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য বোরহান আলী (৪৫), আব্দুল হকসহ (৫৪) অজ্ঞাত আরও ৪-৫ জন।
হাসেমের বড় ভাই ও মামলার বাদী জাহের আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আমার ভাইকে চুরির অপবাদ দিয়ে চেয়ারম্যান ও তার ছেলেরা মধ্যযুগীয় কায়দার বর্বর নির্যাতন করে হত্যার চেষ্টা করেছে। আমরা মামলা করেছি। দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।
মামলার বিষয়ে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস বলেন, ঠিকাদার হাশেমকে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার ছেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।