আর্কাইভ থেকে বাংলাদেশ

আমি বাটপার নেতার পেছনে রাজনীতি করি না: কাদের মির্জা

আমি বাটপার নেতার পেছনে রাজনীতি করি না: কাদের মির্জা

আমি কোনো বাটপার নেতার পেছনে রাজনীতি করি না। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শের, শেখ হাসিনার উন্নয়নের। আর তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের। বললেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

আজ বুধবার (১৭ মাার্চ) সকালে বঙ্গবন্ধুর জন্মদিনে বসুরহাটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি এ সব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি কারও রক্তচক্ষুকে ভয় করি না। গত কয়েক দিনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। নোয়াখালীর পিবিআইকেও প্রভাবিত করার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর জন্মদিনে আমার আয়োজিত সব অনুষ্ঠান প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

তিনি বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, ইউএনও, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি তদন্তের প্রত্যাহার না হলে এলাকায় শান্তি আসবে না।

সব ঘটনা ডিজিএফআই ও এনএসআই দিয়ে তদন্তের দাবি জানিয়ে বলেন কাদের মির্জা বলেন, ষড়যন্ত্রমূলক তদন্ত করে জজ মিয়াদের যদি বিচার হয়, তা হলে কোম্পানীগঞ্জের মানুষ মেনে নেবে না। আমি ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করব— আপনারা নারী-পুরুষ নিয়ে বেরিয়ে আসবেন।

তিনি আরও বলেন, আমার নেত্রী (শেখ হাসিনা) আমাকে বলেছেন— তুমি শান্ত থাক, আমি শান্ত আছি। কিছু কাগজপত্র রেডি করে রেখেছি সেগুলো নেত্রীকে দেব।

নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে কাদের মির্জা বলেন, গত দুদিনে আমার ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এক নেতা কাঞ্চন গত ১০ দিন ঢাকায়, পুলিশের ডিবি ও তদন্ত কর্মকর্তা তার ঘরে অস্ত্র ঢুকিয়ে দিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। 

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন