ফুটবল

প্রতিপক্ষ জানে না কীভাবে ভিনিসিয়ুসকে আটকাতে হবে

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। ২৭ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল, সঙ্গে আছে ৮ গোলে অ্যাসিস্ট। ছন্দে থাকা এই ব্রাজিলিয়ানকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও খেলাচ্ছেন বিভিন্ন পজিশনে।

মাঠে বিভিন্ন জায়গায় খেলানোয় কোন সমস্যা হচ্ছে না ভিনির বরং তিনি প্রক্রিয়ায় খেলে আরও ‘অপ্রতিরোধ্য’ হয়ে উঠেছেন। নিজেকে নিয়ে এমনটিই মন্তব্য করেছেন ভিনিসিয়াস জুনিয়র।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘আমি যা চাই, তা হলো সম্ভাব্য সেরা উপায়ে দলকে সাহায্য করতে। এমনকি নিজের খেলার ধরন বদলাতেও আমার সমস্যা নেই। তাই যখন আমি উইঙ্গার হিসেবে খেলি না, তখন মাঝে কিংবা প্লেমেকার হিসেবে খেলি। এ প্রক্রিয়াতেই অপ্রতিরোধ্য এবং প্রতিপক্ষ খেলোয়াড়েরা জানে না, আমাকে কীভাবে আটকাতে হয়।’

বিভিন্ন পজিশনে খেলে খুশি কি না, জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমি খুবই খুশি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। মৌসুমের এমন সময়ে ছন্দে থাকতে পেরে আনন্দিত। এখন মৌসুমের সেরা ম্যাচগুলো সামনে আসছে। আমি এভাবেই চালিয়ে যেতে চাই। আশা করছি, কোনো চোট ছাড়াই চালিয়ে যেতে পারব; এটা চলতি মৌসুমে আমাকে খুব ভুগিয়েছে।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন