আর্কাইভ থেকে বাংলাদেশ

বিবাহবিচ্ছেদ চান সের্গেই ব্রিন

গুগলের সহপ্রতিষ্ঠাতা এবং বিশ্বের ষষ্ঠ ধনী সের্গেই ব্রিন বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন আদালতের কাছে। 

তিন বছরের বিবাহিত স্ত্রীর সাথে তিনি আর সংসার করতে চান না। কারণ হিসেবে তিনি নিজেদের মধ্যে 'মত পার্থক্যকে' উল্লেখ করেন।

আদালতের নথিপত্রের তথ্য অনুযায়ী, ব্রিন চলতি মাসেই নিকোল শানাহানের সাথে তার বিচ্ছেদের জন্য একটি পিটিশন দাখিল করেন। এই দম্পতির তিন বছর বয়সী এক ছেলে সন্তান আছে। 

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুসারে, ৪৮ বছর বয়সী ব্রিনের সম্পদের মূল্য ৯ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। এর বেশির ভাগ অংশ ১৯৯৮ সালে ল্যারি পেজের সাথে তার প্রতিষ্ঠিত কোম্পানি গুগল থেকে আয় করেছেন। 

সান ফ্রান্সিসকোতে সাইডম্যান অ্যান্ড ব্যানক্রফ্ট এলএলপি-র অংশীদার মনিকা মাজেই বলেন, ব্রিন এবং শানাহানের মধ্যে একটি বিবাহপূর্ব চুক্তি থাকতে পারে। যেহেতু তিনি বিলিয়নেয়ার হওয়ার অনেক পরে সম্পর্ক শুরু হয়েছিল।

তিনি বলেন, মামলাটি যেহেতু একজন প্রাইভেট বিচারক পরিচালনা করছেন, তাই বিবাহবিচ্ছেদের ব্যাপারে 'আমরা কখনোই বিস্তারিত জানতে পারব না'।

 

এ সম্পর্কিত আরও পড়ুন