জাতীয়

পাট খাতে অবদানের জন্য ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

পাট খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক ক্যাটাগরিতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম আলমগীর সাঈদের হাতে।

সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক পান কুষ্টিয়ার ভেড়ামারার শাহনুর আলম সান্টু।

সেরা পাট উৎপাদনকারী চাষি ক্যাটাগরিতে পাবনার সুজানগরের মো. হারুনুর রশিদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মো. উজ্জ্বল হোসেন।

পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে জনতা জুট মিলস লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার (সিওও) হেলাল আহমেদ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুশীল কুমার দাস গ্রহণ করেন সম্মাননা স্মারক।

পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে টিমেক্স জুট মিলস লিমিটেডের পক্ষে এমডি তাপস প্রামাণিক সম্মাননা স্মারক গ্রহণ করেন।

পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন মিলের পরিচালক (অপারেশন) গোলাম মুর্শিদ বাপ্পি।

বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন করিম জুট স্পিনার্স লিমিটেডের এমডি জাহিদ মিয়া।

বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডির পক্ষে সম্মাননা স্মারক হাতে পান তৌহিদ বিন আবদুস সালাম।

বহুমুখী পাটজাত পণ্যের সেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে মনির জুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের স্বত্বাধিকারী হাসিনা বেগমের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিওও মো. মহিউদ্দিন।

বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা স্মারক গ্রহণ করেন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের রাশেদুল করিম মুন্না।

অনুষ্ঠানে পাট সংশ্লিষ্ট অংশীজনদেরও শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন