আর্কাইভ থেকে বাংলাদেশ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হাজার

হঠাৎ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ১ হাজার মানুষ মারা গেছে। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

গেলো বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে বিবিসির দেয়া এক প্রতিবেদন থেকে জানা যায়।

তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানান, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। 
নানগড়হার এবং খোস্ত এলাকাতেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে।

আমেরিকার ভূ-পর্যবেক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প ধাক্কা দেয় গতকাল ভোরে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিলো ওই কম্পনের উৎসস্থল। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেশি দেশ পাকিস্তানেও এই ভূকম্পন অনুভুত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন