আর্কাইভ থেকে বাংলাদেশ

সিলেটে ত্রাণ বিতরণ সুশৃঙ্খলভাবে চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি ও বন্যার্তদের ত্রাণ সহায়তা নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী  ইমরান আহমদ এর সঙ্গে আলোচনা করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) ব্রাহ্মণবাড়িয়ার এক রেস্তোরাঁয় এ আলোচনা করেন তারা। 

ওই সময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, সরকার সবসময় বন্যার্তদের পাশে আছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে যোগাযোগের ঘাটতি থাকায় সুষ্ঠভাবে ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হলেও এখন সুশৃঙ্খলভাবে ত্রাণ বিরতণ হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বন্যাকবলিত মানুষকে উদ্ধারের জন্য সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও  কাজ করছে।  এছাড়া সরকারি ও বেসরকারি সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে।

এছাড়াও বন্যা দূর্গত প্রত্যন্ত এলাকায়  যারা সঠিকমত ত্রাণ পাননি তাদের কাছে যেন ত্রাণ পৌছায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে বানভাসিদের ত্রাণ বিতরণ জন্য সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানসহ আরটিভির উর্ধতন কর্মকর্তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন