ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটে নতুন আইন

জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ‘স্টপ ক্লক’ আইনের প্রয়োগ করা হবে।  ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটের সাধারণ প্লেয়িং কন্ডিশনেই অন্তর্ভুক্ত করা হবে এই নিয়ম।

টি–টোয়েন্টি এবং ওয়ানডেতে এই নিয়ম চালু করা হবে।  বোলিং করার সময় প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে ৬০ সেকেন্ড সময় পাবে ফিল্ডিং দল। এই ৬০ সেকেন্ডের ভিতর নতুন ওভার শুরু করতে পা পারলে মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুবার সতর্ক করে দেবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে হবে ৫ রান পেনাল্টি। তৃতীয়বারের পর যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান পেনাল্টি হবে।  মূলত সময় মতো ম্যাচগুলো শেষ করাই নিয়মটির লক্ষ্য।

ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটসম্যানের কারণে, ডিআরএস বা অন্য কোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন