ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্য চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট কর‍তে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।  শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান লিটন কুমার দাস। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৭৫ রানের জুটি। ৩৯ বলে ৪০ রান করে সৌম্য আউট হয়ে গেলে ৬৬ বলে ৬৮ রান করে ফিরে যান সৌম্য সরকারও।  খালি হাতে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর মুশফিকুর রহিম ২৫, মেহেদী হাসান মিরাজ ১২ , তানজিম হাসান সাকিব ১৮, তাসকিন আহমেদের অপরাজিত ১৮ ও তাওহিদ হৃদয়ের অপরজিত ৯৬ রানের সুবাদে ২৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন