বাংলাদেশ

বাংলাদেশি জাহাজ উদ্ধার অভিযানে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী

সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকে উদ্ধারে পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী। সোমালিয়ার পুন্টল্যান্ডের বন্দর ও সামুদ্রিকপথ বিষয়ক মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, আমরা দস্যুদের পুন্টল্যান্ডের উপকূলকে তাদের জাহাজ আটকে রাখা ও দস্যুতার স্থান হতে দিব না। আমরা আমাদের বন্ধুদের বার্তা দিয়েছি দস্যুদের হামলা চালানোর সুযোগ দেওয়া যাবে না।

রোববার (১৭ মার্চ) সকালে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে ছিনতাইকৃত মাল্টিজ পতাকাবাহী একটি বাল্ক কার্গো জাহাজ রুয়েনকে সোমালি জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। জাহাজটিতে থাকা জলদস্যুদেরও আটক করা হয়।

উলেখ্য, ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে সোমালি জলদস্যুরা বাংলাদেশি এমভি আব্দুল্লাহ জাহাজটি ছিনতাই করে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন