১৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
কুমিল্লার নাঙ্গলকোটের ট্রেন দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ চট্টগ্রামের সঙ্গে যুক্ত সকল রুট স্বাভাবিক হয়েছে। রোববার দিনগত ভোর ৫টা ৪৫ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন প্রথমে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলো একে একে তাদের গন্তব্যে ছেড়ে যাবে।
চট্টগ্রাম পূ্র্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বগিগুলোর বেশিরভাগ ডাউন লাইনে ছিটকে পড়েছে। সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা চেষ্টার পর ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো টেনে লাইন থেকে সরানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। ইতোমধ্যেই চট্টগ্রামে আটকে থাকা সব ট্রেন ছেড়েছে। সেগুলো কাছাকাছি আছে। এছাড়া লাকসাম থেকে সব ট্রেন নাঙ্গলকোট পর্যন্ত এসে গেছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে ১৮টি বগিতে কয়েকশ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জামালপুর যাচ্ছিল ‘বিজয় এক্সপ্রেস’। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে চলন্ত ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়ে এবড়ো-থেবড়ো হয়ে যায়। এ সময় রেললাইনের ধারে একটি বাড়িতে উঠে যায় বগি। তবে সে সময় ঘরে কেউ ছিলেন না।