দেশজুড়ে

প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকায়

খুলনা ও পাবনায় পাইকারি বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। বাজারে প্রচুর বেগুন আমদানি থাকলেও মিলছে না ক্রেতা। এজন্য বাধ্য হয়েই কম দামে বিক্রি করছেন বিক্রেতারা।

গত সোমবার (১৮ মার্চ) দুই জেলার পাইকারি বাজারের বিক্রেতারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পাবনার বরইচরা হাটের সবজি বিক্রেতা নাজির হোসেন বলেন, রোববার (১৭ মার্চ) হাটে ব্যাপক সবজির আমদানি হয়েছে। বিশেষ করে বেগুন ও পাতা কফিতে হাট ভরপুর। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। আর একটু নিম্নমানের বেগুন ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পাবনার মানিকনগর গ্রামের বেগুন চাষি আনিসুর রহমান বলেন, অসময়ের বেগুন চাষে গতবছর রমজানে চাষিরা বেগুনের ভালো দাম পেয়েছিল। তাই এবারো অনেকেই বেগুন চাষ করেছে। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষিদের এবার লোকসান গুনতে হবে।

খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজারের একধিক বিক্রেতা জানান, রোজা শুরুর আগেও বেগুনের দাম মোটামুটি পর্যায়ে ছিল। কিন্তু কয়েকটি রোজার পরই বাজারে প্রচুর পরিমাণে বেগুন আসতে থাকে। এজন্য চাহিদা কম। আজ তারা পাইকারি ৮-১০ টাকা কেজি দরে বিক্রি করছেন বেগুন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন