যে কারণে অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন আশা পারেখ
ইচ্ছে ছিল নতুন উদ্যমে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার। বললেন আশা পারেখ।
বলিউডের কিংবদন্তী অভিনেত্রী আশা পারেখ এখন প্রবীণ খাতায় নাম লিখিয়েছেন। তবে ৭০-৮০র দশকে এই অভিনেত্রীর পাগল করা রূপ এবং অসাধারণ অভিনয়ের দক্ষতার প্রতি মুগ্ধ হয়নি এমন কেউ নেই।
ইন্ডাস্ট্রির অত্যাচারে বাধ্য হয়েছিলেন অভিনয় থেকে সরে আসতে । এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী আশা পারেখ। মুম্বাই সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন নায়িকা।
নায়িকা চরিত্র থেকে সরে আসার পর অভিনেত্রীর কাছে নায়কের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। অনিচ্ছা সত্ত্বেও অভিনয়কে ভালবেসেই আশা রাজি হন ওই চরিত্রে অভিনয় করতে। শ্যুটিং ফ্লোরের এক দিনের ঘটনা বাধ্য করেছিল তাকে অভিনয় জগৎ থেকে সরে আসতে।
সেদিন শ্যুটিংয়ে কল টাইম ছিল সকাল সাড়ে নয়টা। ওই ছবির নায়ক এসেছিলেন সন্ধেবেলা। ওই নায়কের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৬০-এর দশকের সাড়া জাগানো অভিনেত্রীকে। এই অপমান সহ্য করতে পারেননি নায়িকা। সেই দিনই বলিউডকে বাই বাই বলেছিলেন আশা। মাঝখানে অমিতাভের সাথে কালিয়া ছবিতে তিনি অভিনয় করলেও তার পর এক বুক অভিমান নিয়েই সরে আসেন বলিউড থেকে।