জনদুর্ভোগ

রাজধানীর দক্ষিণ ও উত্তরখানে গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উন্নয়ন কাজ চলাকালে লাইনের ক্ষতি হওয়ায় দক্ষিণ ও উত্তরখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বুধবার (২০ মার্চ) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের উন্নয়ন কাজের সময় নিয়োজিত ঠিকাদার কর্তৃক গ্যাসলাইনের ক্ষতি হয়। এ কারণে উত্তর এবং দক্ষিণখানে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ আছে। পাইপ লাইনের মেরামত কাজ চলমান রয়েছে।

তিতাস জানায়, দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে কখন তা চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন