আর্কাইভ থেকে দেশজুড়ে

বানভাসীদের সহযোগিতায় আরটিভি (ভিডিও)

১২২ বছরের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা দেখেনি বাংলাদেশের মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সর্বানাশী বন্যা প্লাবিত করেছে দেশের বিস্তীর্ণ এলাকা। 
এমন প্রলয়ঙ্করি বন্যার আগ্রাসনের ঢল ভাসিয়ে নেয় সুনামগঞ্জের অনেক মানুষের ভিটে-মাটি। কেড়ে নিয়েছে  স্থানীয়দের সহায় সম্বল এমনকি গবাদি পশুও। সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একেকটি জনপদ। 

দিশে হারা বানভাসি মানুষগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থান, স্কুল বা আশ্রয়কেন্দ্রে । সেখানকার মানুষ আর গবাদী পশুর  জীবন একাকার হয়ে গেছে। 

কিন্ত আশ্রয় পেয়েই সমস্যার সমাধান হয়নি। কাজ নেই, খাবার নেই, বিশুদ্ধ পানিরও অভাব। খেয়ে না খেয়ে কোন রকম বেচে থাকা মানুষগুলোর এমন দু:সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি। জীবনের ঝুঁকি নিয়ে একদল সহকর্মীসহ সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা দূর্গতদের কাছে ছুটে যান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। 

আরটিভির খাদ্য সহায়তার গাড়ি দেখে ছুটে আসে জগন্নাথপুরের রানীগঞ্জের বানভাসী মানুষ। জানায় তাদের  নিদারুণ কষ্টের কথা। 

বন্যা দূর্গত সেসব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। 

চরম সঙ্কটের মুহুর্তে আরটিভিকে পাশে পেয়ে কিছুক্ষণের হাসিঁ ফুটে  দূর্গত মানুষগুলোর মুখে।

প্রত্যন্ত এলাকায় ছুটে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের ভয়াবহ অবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। 

বন্যা কবলিত প্রত্যন্ত গ্রামের পর গ্রাম এখনো পানির নীচে। চলছে ত্রাণের জন্য হাহাকার।কখন আসবে  সাহায্যের হাতছানি: সেই প্রত্যাশায় তীর্থের কাকের মত অপেক্ষায় আছে সুনামগঞ্জের বানবাসী মানুষগুলো।  

এ সম্পর্কিত আরও পড়ুন