প্রেমের টানে মামিকে নিয়ে পালালেন ভাগ্নে
কিশোরগঞ্জের ভৈরবে ৪ সন্তানের জননী মামিকে নিয়ে পালিয়েছে আপন ভাগ্নে পাভেল মিয়া (২৩)। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার সাত দিন পর স্বামী (যুবকের মামা) ২০ মার্চ রাতে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
পালিয়ে যাওয়া যুবকের মামা জানান, ২০১৪ সালের ১৯ অক্টোবর তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। ১০ বছরের সংসারে তাদের ৪টি ছেলে হয়েছে। তাদের সংসার সুখেরই ছিল। তিনি গ্যারেজ ব্যবসা ও কবিরাজি করে ভালো আয় করেন। তাঁর অজান্তে আপন ভাগ্নের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে তাঁর স্ত্রী। হঠাৎ করে সে গত তিন মাস আগে ভাগ্নে পাভেলের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করে শ্বশুরবাড়ির সহযোগিতায় তাকে সংসারে ফিরিয়ে আনা হয়।
এলাকার চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, গত তিন মাস আগে তারা দুজন পালিয়ে গেলে দুই মাস পর দুজনকে ধরে এনে ঘটনা মীমাংসা করে দিয়েছিন তিনি। এখন আবার একই ঘটনা ঘটিয়েছে।
ভৈরব থানার ওসি জানান, তার স্ত্রী সাবালিকা। এক্ষেত্রে পুলিশের ভূমিকা অনেকটা থাকে না। কারণ পুলিশ আইনের বাইরে কিছুই করতে পারে না। তালাক না দিয়ে যদি তার স্ত্রীর ভাগ্নের সাথে বিয়ে হয় তবে আদালতে অভিযোগ দিতে পারেন স্বামী। তারপরও যদি স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দেন তবে বিষয়টি মীমাংসার জন্য পুলিশ চেষ্টা করবে।
তালাক প্রসঙ্গে যুবকের মামা জানান, তিনি এখনো কোন তালাকের কাগজ পান নি।