অস্ট্রেলিয়ার কাছে হেরে যা বললেন নাহিদা
সিরিজের প্রথম ওয়ানডে তে অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী দল। তবে হেরে গেলেও এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে বলে জানিয়েছেন নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
বৃহস্পতিবার (২১ মার্চ) মিরপুরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদা।
সহ অধিনায় বলেন, ‘(দুই দলের) পার্থক্য যদি বলি—বোলিং একটু খারাপ হয়েছে। আমাদের সামর্থ্য আছে, আমরা এর চেয়ে ভালো করতে পারি। আর ব্যাটিংয়ে ২-৩টা রানআউট হওয়াতে পিছিয়ে গিয়েছিলাম।’
তিনি বলেন, ‘মাঝে ওরা থিতু হয়ে গিয়েছিল, জুটি হয়ে গিয়েছিল। সেটা আগে ভাঙতে পারলে চিত্রটা আলাদা হতো।’
নাহিদা বলেন, গুরুত্বপূর্ণ সময়ে রান আউটের ঘটনা ঘটেছে তিনটি! ওই রান আউটই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
এর আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯৫ রানেই অল আউট হয়েছে বাঘিনীরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে জয়ের আশা দেখিয়েছিলেন অধিনায়ক জ্যোতি এবং সুবহানা মোস্তারি। তবে এ দুজন আউট হওয়ার পর আর প্রতিরোধ গড়তে পারেননি কেউ।