ধনাঞ্জয়া ও মেন্ডিসকে আউট করে ম্যাচে ফিরলো বাংলাদেশ
প্রথম সেশনে মাত্র ৫৭ রানেই ৫ উইকেট হারিয়েছিলো শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনে মিলে গড়েন ২০২ রানের জুটি। তবে সেই জুটিতে আঘাত হানেন আজকের ম্যাচে অভিষেক হওয়া নাহিদ রানা। ১০২ রান করা মেন্ডিসকে ফিরিয়ে দেন তিনি। এরপর দলীয় স্কোরবোর্ডে মাত্র ৫ রান যোগ হতে ১০২ রান করে ফেরেন ধনাঞ্জয়াও।
থিতু হওয়া দুজনের বিদায়ের পর ক্রিজে এসে টিকতে পারেনি প্রভাত জয়সুরিয়া। মাত্র ১করে নাহিদ রানার শিকার হয়েছেন তিনিও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ২৭৮ রান।
এর আগে শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।