ম্যান অফ দা ম্যাচ মোস্তাফিজ, চেন্নাইয়ের সহজ জয়
প্রথম দুই ওভার বল করে মোস্তাফিজুর রহমান ধসিয়ে দিয়েছেন রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর ৪ টি উইকেট। দিয়েছিলেন মাত্র ৭ রান। যদিও চার ওভার শেষে মোস্তাফিজের রান খরচের পরিমাণটা ছিলো ২৯। যার মধ্যে শেষ ওভারে দিয়েছিলেন ১৬ রান। তবে ম্যাচে যে মোস্তাফিজ অনেক বড় অবদান রেখেছেন তার ফলাফল পেয়েছেন ম্যাচ শেষেই।
আইপিএলে এবারের আসরে চেন্নাইয়ের হয়ে প্রথমবার মাঠে নেমেই ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন এই টাইগার কাটার মাস্টার। সেই সাথে তার দল চেন্নাই সুপার কিংস জিতেছে ৬ উইকেট আর ১০ বল হাতে রেখে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। দলটির হয়ে অনুজ রাওয়াতের ২৫ বলে ৪৮ এবং দিনেশ কার্তিক করেন ২৬ বলে ৩৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২৪ বলে ৩৮ রানের জুটি গড়েন রুতুরাজ ও আইপিএলে অভিষিক্ত রাচিন রবীন্দ্র। অধিনায়ক রুতুরাজ ১৫ রান করে ফিরে গেলেও ১৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন রবীন্দ্র। ৩ নম্বরে নামা অজিঙ্কা রাহানের ১৯ বলে ২৭ আর ৪ নম্বরে ক্রিজে আসা ড্যারিল মিচেলর ১৮ বলে ২২ রানের পর বাকি কাজটা সেরেছেন রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে।