ক্যাম্পাস

জিয়া রহমান জনপ্রিয় শিক্ষক ছিলেন: ইউজিসি চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়া রহমান একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। জিয়া রহমানের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক ও অভিভাবক হারিয়েছে। তার মৃত্যু দেশ, জাতি ও শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।

শনিবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. আলমগীর।

শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, জিয়া রহমান একজন বিশিষ্ট অপরাধবিজ্ঞানী, দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। তিনি ঢাবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন প্রশাসনিক পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক জিয়া রহমান (৬০) শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

অধ্যাপক জিয়া রহমান ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। এছাড়া তিনি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন