আর্কাইভ থেকে জাতীয়

খুলনায় ১৯ হাজার বার কোরআন খতম, লক্ষাধিক মানুষের দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম করিয়েছে খুলনা জেলা প্রশাসন।

বুধবার দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে ছয় হাজার ৬৬৬ জন আলেম, সহস্রাধিক বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তার পরিবারের শহীদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ১৭ মার্চের আগেই খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন