কেবল পুরুষেই কেনো উত্তেজনা খুঁজতে হবে- প্রশ্ন শ্রীলেখার
ভেজা দিনেও নাকি আগুন জ্বালাতে জানেন শ্রীলেখা মিত্র। চুলে লেয়ার্সের ঢেউ। বাহুতে ধরা দিয়েছেন সঙ্গী। দুজনেই পরেছেন সাদা পোশাক। বহু দিন ধরেই ফিটনেস প্রশিক্ষক ত্র্যম্বককে নিয়ে ফিসফিস গুনগুন শোনা যাচ্ছিল। এবার তাকে নিয়েই সরাসরি নেটমাধ্যমে অভিনেত্রী। বিশেষ ভঙ্গিতে কয়েকটি ছবি দিতেই ভাইরাল তারা! সঙ্গে শ্রীলেখার নিজেকে নিয়ে সরস মন্তব্য, ‘আপনাদের চিন্তা-ভাবনা উদ্দীপিত করতে!’
ইদানীং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অভিনেত্রী নাকি তার থেকে বয়সে ছোটদের নিয়ে আগ্রহী। রটনা তা কি তবে রূপ নিলো ঘটনায় ? তার কাছে জানতে চেয়েছিল ভারতীয় এক সংবাদমাধ্যম।
উত্তরে শ্রীলেখা জানিয়েছেন, ‘‘নায়ক-নায়িকা, পরিচালক-নায়িকা, প্রযোজক-নায়িকার প্যাকেজ মেলে। আমার তো তেমন কিছুই কোনও দিন হল না। তাই একটি প্যাকেজ বানানোর চেষ্টা। বাকিটা অনুরাগীরা কল্পনার রং মেশাবেন।’’
এরপরই তিনি বললেন, মা-বাবা নেই। মেয়ে মাইয়্যা বড় হচ্ছে। সে তার মতো করে ব্যস্ত। ত্রম্ব্যকের জিম রয়েছে। সেখানে মাঝেমধ্যেই শ্রীলেখা যান। প্রশিক্ষক তাকে সহযোগিতা করেন। আবার তার বাড়িতেও আসেন। শরীরচর্চার পাশাপাশি অভিনেত্রীকে নানা ভাবে অনুপ্রাণিত করেন। প্রশিক্ষকের বিশেষ বান্ধবীও রয়েছেন। সুতরাং, প্রেমের কোনও উপায়ই নেই।
নিজেকে নিয়েও রসিকতা ছাড়েন না্ শ্রীলেখা- ‘‘আমার যত আগুন পুরুষ সঙ্গী আর বিতর্কিত মন্তব্যে। তার বাইরে আমার আগুন কই? নেই বলেই কেউ ডেকে কাজ দেয় না।তার উপর আবার বিরোধী দলের সমর্থক। তাই কোনও সংস্থার উদ্বোধনেও আমি নেই।’’
কানাঘুষায় শোনা গেছে এরমধ্যেই নাকি ত্র্যম্বককে অনেকে শ্রীলেখার থেকে দূরে থাকার সৎ পরামর্শ দিয়েছেন!
অনন্যা চৈতী