কোপা আমেরিকার সব দল চূড়ান্ত, ব্রাজিল-আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ যারা
দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা সব দল চূড়ান্ত হয়েছে। ব্রাজিল ও আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষে হয়েছে কানাডা ও কোস্টারিকা।
গতকাল (শনিবার) দেশ দুটি কোপা আমেরিকায় খেলার জন্য উত্তীর্ণ হয়। কানাডা ও কোস্টারিকা কনক্যাকাফ প্লে-অফের শীর্ষ দুই দল। যা তাদের কোপা আমেরিকায় খেলার সুযোগ করে দিয়েছে।
গ্রুপ ‘এ’–তে পড়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল মহাদেশীয় দুই দেশ পেরু এবং চিলি। সর্বশেষ দল হিসেবে ওই গ্রুপে যুক্ত হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা।
অন্যদিকে, গ্রুপ ‘ডি’–তে ব্রাজিল পড়ে কলম্বিয়া এবং প্যারাগুয়ের সঙ্গে। ওই গ্রুপের শেষ প্রতিপক্ষ হিসেবে নতুন করে যুক্ত হয়েছে কোস্টারিকা।
মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন আসরের উদ্বোধনী ম্যাচে নতুন করে আসা কানাডার মোকাবিলা করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এছাড়া ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ২৪ জুন।