ঢাকার বস্তিতে বসবাসকারী বেশিরভাগই বরিশালের
রাজধানীর বিভিন্ন বস্তিতে বসবাসকারী মানুষের বেশিরভাগই বরিশালের। সংখ্যায় যা সাড়ে ১৩ শতাংশ। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
রোববার (২৪ মার্চ) প্রতিষ্ঠানটির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ ফলাফল এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণে নেই- দেশে এমন জনগোষ্ঠী এখন ৩৯.৮৮ শতাংশ।
যার বড় অংশই নারী (৬০.৮৫%)। একইসাথে দেশের কর্মসংস্থান বা অভিবাসন প্রত্যাশীর সংখ্যাও বেড়েছে। শতাংশের হিসাবে যা ৮.৭৮।
২০২৩ সালের প্রতিবেদনে বিবিএস জানায়, বরিশালে নিরাপদ টয়লেট সবচেয়ে কম। সে সময় প্রতিবেদনে বলা হয়, সারাদেশে ৫৫ দশমিক ৬৯ শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম ৩৭ দশমিক ৯২ শতাংশ রয়েছে বরিশাল বিভাগে। আর সবচেয়ে বেশি নিরাপদ শৌচাগার সুবিধা ঢাকাতে। বিভাগটিতে এ হার ৬৮ দশমিক ৮৯ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, বছর ব্যবধানে কমেছে দেশের মানুষের গড় আয়ু। ২০২২ সালে গড় আয়ু ৭২.৪ বছর থাকলেও দশমিক ১ শতাংশ কমে তা এ বছর ৭২.৩ এ নেমেছে। এক বছরের ব্যবধানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩% যা ২০২২ সালে ছিল ১.৪০৭%।