কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, মসজিদ, স্কুল, হাটবাজারসহ বিস্তীর্ণ জনপদ। নদী গর্ভে মিশে গেছে বড় ফেছীর বাজার, স্বাধীন বাজার এবং নদী পারের শত শত ঘরবাড়ী।
সর্বনাশা আগ্রাসনে নদীর পাশে রাস্তার বেশ কয়েকটি অংশ পানিতে মিশে গেছে। বাধ্য হয়ে স্থানীয়রা বিকল্প রাস্তা দিয়ে চলাফেরা করছেন। গেলো কয়েক বছর ধরে চলছে জগন্নাথপুরের কুশিয়ারা নদীর এমন আগ্রাসন। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙ্গন রোধে কোন উদ্যোগ নেই জন প্রতিনিধিদের। তাই প্রতিনিয়ত নদীর গর্ভে বিলিন হচ্ছে এই এলাকার কারো না কারো ঘরবাড়ি ।
মাথা গোজার ঠাঁই হারিয়ে অনেকেই চলে গেছেন অন্য এলাকায়। উপজেলার রানীনগর, রানীগঞ্জ বাজার, বাগময়না, নোয়াগাঁও, আলমপুর, বালিশ্রী গ্রামের একাংশ এখন হুমকির মুখে। এছাড়াও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে নদী ভাঙন ঝুঁকিতে।
মির্জা রুমন