আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রেললাইনের আউলিয়া নগর রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে ভাওয়াল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। 

বুধবার (২৯ জুন) সকালে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জিআরপি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই মির্জা মোহাম্মদ মুক্তা।

তিনি জানান, পথে ত্রিশালের আউলিয়া নগর স্টেশনের আউটার সিগনালের কাছে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পয়ে ময়মনসিংহ কেওয়াটখালী লোকো শেড থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন সারিয়ে নিলে ঘণ্টাখানেক পর আবারও শুরু হয় ট্রেন চলাচল। 

ইঞ্জিন বিকল থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন