বলিউড

ব্যর্থতার সাক্ষী আমি: অক্ষয়

ছবি সফল হোক বা না হোক, অক্ষয় কুমারের কখনো কেরিয়ার থেমে থাকেনি। বলিউডের অন্য তারকাদের তুলনায় তার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা বেশি। এবার নিজের কেরিয়ার নিয়ে বিশেষ উপলব্ধি জানালেন অক্ষয়।

মঙ্গলবার মুম্বাইয়ে অক্ষয়ের নতুন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। অক্ষয় ছাড়াও ছবির অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ।

সাম্প্রতিক অতীতে অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’-এর মতো ছবিগুলি বক্স অফিসে অসফল হয়েছে। একমাত্র ‘ওএমজি ২’ ছবিটি ভাল ব্যবসা করেছিল। অক্ষয় বলেন, ‘‘আমি যে সব ছবি করেছি, সেখানে কখনও সফল হয়েছি, কখনও হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। কেরিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি ছবি ফ্লপ করে।’’

অক্ষয়-কুমার-

ব্যর্থ হওয়ার পরেও অক্ষয় কিন্তু থেমে থাকেননি। অভিনেতা বলেন, ‘‘কিন্তু আমি তার পরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও সেটাই করব। এই ছবিতে (‘বড়ে মিঞা ছোটে মিঞা’) আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছি। আশা করছি, এই ছবিটা আমাদের প্রত্যেকের জন্যই সৌভাগ্য এনে দেবে।’’

সাফল্যের সন্ধানে কী ভাবে ছবি নির্বাচন করেন, সে প্রসঙ্গেও আলোকপাত করেছেন অক্ষয়। অভিনেতা বলেন, ‘‘আমি সব সময়েই ভিন্ন ঘরানার ছবি করার চেষ্টা করি। কারণ, কোনও একটি নির্দিষ্ট ঘরানার ছবি করতে থাকলে তখন একঘেয়েমি চলে আসে।’’ এই অ্যাকশন ছবিতে অক্ষয়-টাইগার জুটিকে একাধিক সাহসী স্টান্ট করতে দেখবেন দর্শক।

এ সম্পর্কিত আরও পড়ুন