আর্কাইভ থেকে বাংলাদেশ

তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলি আর নেই

আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি আর নেই। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। খবর বিবিসির।

রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক ভাষণে তিনি বলেন, হৃদযন্ত্রের জটিলতায় বুধবার দার-ইস-সালাম হাসপাতালে মারা যান তিনি।

বিবিসি জানায়, দু'সপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে। মাগুফুলিকে সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল।

তানজানিয়ার সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট হাসান নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এবং মাগুফুলির পাঁচ বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাগুফুলি।
শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন