এলিফ্যান্ট রোডে নিজ ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর এলিফ্যান্ট রোডে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আমিনুর ইসলাম (২৪) নামে এক শিক্ষার্থী।
নিহত আমিনুর ইসলাম আসাদ গেট এলাকার বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ডিপ্লোমা সিভিল বিভাগে পড়াশোনা করতেন। পাশাপাশি তিনি রাইড শেয়ারিং (পাঠাও) চালাতেন।
বুধবার (২৭ মার্চ) ভোর সাড়ে তিনটার দিকে ওই এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল মুন্সি।
তিনি বলেন, এলিফ্যান্ট রোড মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন আমিনুর।
কামাল মুন্সি জানান, ‘আমিনুর বারান্দার রুমে থাকতেন। রাতে খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। সেখানে মধ্যরাতে সবার অগোচরে ফ্যান ঝুলানো কাঠের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এসআই আরও বলেন, মৃতের পরিবার থেকে তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’
নিহতের সৎ ভাই মাইনুল ইসলাম জানান, ‘মঙ্গলবার রাতে খাবার খেয়ে আমিনুর তার রুমে ঘুমাতে যান। আড়াইটার দিকে তার রুমে গলায় ফাঁস দেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে কী কারণে আমিনুর আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে কিছুই জানতে পারেননি তিনি।
জানা গেছে, নিহত আমিনুর কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের মো. শামীমের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।