আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা মহামারি রূপ বদলাচ্ছে, শেষ হয়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারি রূপ বদলাচ্ছে, একেবারে শেষ হয়ে যায়নি। বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, গেলো বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের মাধ্যমে বিশ্বের ১১০টি দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মহামারি রূপ বদলাচ্ছে, শেষ হয়ে যায়নি। আমরা ভালোভাবে মোকাবিলা করে উন্নতি করেছি, কিন্তু এটি শেষ হয়ে যায়নি।

তিনি  বলেন,  অনেক জায়গায় করোনা বিএ.৪ ও বিএ.৫ এ রূপ নিয়েছে। ১১০টি দেশে করোনার সংক্রমণ বেড়েছে। পুরো বিশ্বে করোনার সংক্রমণ ২০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে তিনটিতে মৃত্যু বেড়েছে। তবে তুলনামূলকভাবে বিশ্বে মৃত্যুহার স্থিতিশীল আছে।

তিনি আরও বলেন, করোনার গতিপথে লক্ষ্য রাখার বিষয়টি হুমকির মুখে পড়েছে। কারণ করোনার জিনোম সিকোয়েন্সিং কমে গেছে। ফলে ওমিক্রন ও ভবিষ্যতে করোনার আরও ধরনগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।

নিম্ন আয়ের দেশগুলোর অসংখ্য মানুষ টিকার বাইরে থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, টিকা না নেয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে নতুন ঢেউয়ের ঝুঁকিতে রয়েছেন তারা।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন