আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেঙ্গুতে নতুন আক্রান্ত সবাই ঢাকার

গেলো ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশে ১২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বাইরে রয়েছেন ৬ জন রোগী।

চলতি বছরে এখন পর্যন্ত এক হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৯৬০ জন। মৃত্যু একজনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন