আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্পা সেন্টারে বন্দুক হামলার দায় স্বীকার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অঙ্গরাজ্যের আটলান্টায় তিনটি পার্লারে হামলায় আটজন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে হামলাকারী। হামলাকারীর বিরুদ্ধে হত্যাকান্ডের ৮টি অভিযোগ গঠন করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, আটলান্টায় তিনটি স্পা সেন্টারে বন্দুক হামলাকারীর নাম রবার্ট অ্যারন লং। ২১ বছর বয়সী ওই তরুণ আটলান্টার কাছে উডস্টক এলাকায় থাকত। তার বিরুদ্ধে আটলান্টায় হত্যাকান্ডের চারটি এবং চেরোকি কাউন্টিতে আরও ৪টি অভিযোগ গঠন করেছে পুলিশ।

নিহত আটজনের মধ্যে ছয়জনই ছিল এশীয় বংশোদ্ভূত নারী। তবে, জাতিগত বিদ্বেষ থেকে হামলা চালানো হয়নি বলে পুলিশের কাছে দাবি করেছে হামলাকারী রবার্ট।

কাউন্টি শেরিফ ফ্র্যান্ক রেনল্ডস জানান, এর আগে যৌন আসক্তির চিকিৎসা নেয় হামলাকারী। ওই তিন স্পা সেন্টারে ঘনঘন যাতায়াত ছিল তার। হামলার ঘটনায় সে একা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার বন্দুক হামলায় আটলান্টার অ্যাকওয়োর্থের উডস্টকের একটি স্পা সেন্টারে চারজন ও উত্তর-পূর্বাঞ্চলের আরো দু'টি স্পা সেন্টারের একটিতে তিনজন ও অপরটিতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় আহত হয় আরও একজন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন