আন্তর্জাতিক

প্রতিবন্ধীকে কোলে নিয়ে কাবা দেখালেন পুলিশ সদস্য 

মক্কায় ওমরাহরত শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে নিজের কোলে নিয়ে পবিত্র কাবা শরীফ দেখিয়েছেন সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য।

সংবাদমাধ্যম স্কাই নিউজ অ্যারাবিকের প্রতিবেদনে  জানায়, শারীরিক প্রতিবন্ধকতার কারণে ও উঁচু বেড়া থাকায় ওই ব্যক্তি কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। বিষয়টি এক পুলিশ সদস্যের নজরে আসে। পরে তিনি প্রতিবন্ধী ব্যক্তিটিকে নিজের কোলে নিয়ে পবিত্র কাবা শরীফ দেখান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন। এবং নেটিজেনরা তাকে তার মহানুভবতার জন্য পুরস্কৃত করার আহ্বানও জানিয়েছেন।

https://twitter.com/i/status/1772979447261720900

পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরাহ করতে মক্কা শরীফে যান। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে মুসল্লিদের বেশি আনাগোনা থাকে কাবায়।

কাবায় যাওয়া মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ওমরাহ করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এছাড়া ভিড় সামাল দেওয়ার জন্য এ বছর রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে দেশটির সরকার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন