শিক্ষা

অথৈ ইজ নাউ ফিট ফর ঢাবি

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এক শিক্ষকের কাছে গিয়েছিলেন অথৈ ধর। সেই শিক্ষক বলেছিলেন ‘ইউ আর নট ফিট ফর ঢাবি (ঢাকা বিশ্ববিদ্যালয়)।’ শিক্ষকের সেই উক্তিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এই শিক্ষার্থী। একাগ্রতা আর অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষকের সেই উক্তিকে ভুল প্রমাণিত করে চান্স পেয়েছেন দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে। অথৈ ধর - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সমাপ্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন । এই অভাবনীয় সাফল্যে আনন্দ আর খুশির জোয়ার বইছে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

এ বিষয়ে অথৈ ধর গণমাধ্যমকে বলেন, আমার অনেক ভালো লাগছে। রেজাল্ট ভালো হবে সেটা জানতাম, কিন্তু প্রথম হব সেটি চিন্তা করিনি। আমার টার্গেট ছিল এক থেকে ১০ এ থাকার।

শিক্ষকের সেই উক্তির কথা মনে করে অথৈ ধর বলেন, কথাটাটি আমাকে অনেক হিট করেছিল। এরপর থেকে আমি নিজেকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করি।

পড়াশোনার কৌশল সম্পর্কে অথৈ বলেন, ‘পরিকল্পিত পড়াশোনা করছি। নিজেকে যাচাই করার জন্য অনেক প্রি এক্সামে অংশ নিয়েছি, যা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়, সেগুলো ছাড়া বাড়তি কিছু পড়িনি। কোশ্চেন ব্যাংক সলভ করে টপিকগুলো নিয়ে ধারণা নিয়েছি।’

অথৈর মা  গণমাধ্যমকে বলেন, ‘আমার মেয়ে এতো বড় সাফল্য পাবে চিন্তাও করতে পারছি না। প্রথম আমার বিশ্বাস হয়নি।’

ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হওয়া অথৈ ধরের সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫.৫০। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩২০৩৪৫১। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী। তার পরীক্ষা অঞ্চল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, গেলো ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন