বিনা উইকেটে মধ্যাহ্ন বিরতি শেষ করল শ্রীলঙ্কা
চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। চলছে মধ্যাহ্ন বিরতি। শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করে। আজকের লঙ্কান একাদশে রয়েছে এক পরিবর্তন। চোটে আক্রান্ত কাসুন রাজিথার বদলি হয়েছেন আসিথা ফার্নান্দো। অন্যদিকে বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। বদলি করানো হয়েছে শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে। শ্রীলঙ্কা বিনা উইকেটে ৮৮ রানে অবস্থান করছে।
চট্টগ্রামে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে। কিছুটা শুষ্ক আর অল্প কিছু ঘাস রয়েছে পিচে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ ৩ টেস্ট ড্র হয়েছে চট্টগ্রামে। আজ লঙ্কানদের প্রথম সেশন কেটেছে বিনা উদ্বেগে। খুব আরাম করে ব্যাটিং করেছে দুই ওপেনার। পুরো ২৭ ওভার খেলার পরও কোনো উইকেট হারায়নি, তুলেছে ৮৮ রান।
গত টেস্টে ৩ পেসার নিয়ে খেলার পর এই ম্যাচে ২ পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। খালেদ আহমেদ ও হাসান মিলে প্রথম সেশনে বল করেছেন যথাক্রমে; ৭ ও ৯ ওভার। কিন্তু কেউ খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি। দুই পেসারকে বেশ ভালোই মোকাবিলা করেছেন নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নে। মাদুশকা ৫৫ রানে, করুনারত্নে অপরাজিত আছেন ৩৩ রানে।
স্পিনারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দুজনে ২ টি করে মোট ৪ টি ওভার করেছেন। মেহেদী হাসান মিরাজ করেছেন ৭ টি ওভার। বোলারদের মধ্যে মিরাজ ছিলেন সবচেয়ে ইকোনমিক্যাল। দিয়েছেন মাত্র ১৮ টি রান, যেখানে ইকোনমি রেট ২.৫৭।
আজ শ্রীলঙ্কা দলীয় অর্ধশতক পূরণ করে ১৪তম ওভার খেলতে গিয়ে। ফার্নান্দো ব্যক্তিগত ফিফটি পেয়েছেন ৮০ বল খেলে। লঙ্কানদের জন্য এখনো তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি বাংলাদেশ। আজকের দিনে এখনো ২ টি সেশন রয়েছে। স্বাগতিক পেসার ও স্পিনারদের মধ্য থেকে চেষ্টা থাকবে বাকি সময়টুকুতে লঙ্কান ব্যাটারদের উইকেট তুলে নেওয়া ও চাপ সৃষ্টি করা।