আদিল আমাকে কিছু পুরুষের কাছে বিক্রি করতেও চেয়েছিল : রাখি
রাখি সাওয়ান্ত তাঁর ব্যক্তিগত জীবনের জন্য বারবার শিরোনামে এসেছেন। যদিও রাখি আজকাল দুবাইয়ে রয়েছেন। তবে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেকে লাইমলাইটে রাখার একটি সুযোগও হাতছাড়া করেন না। সাবেক স্বামী আদিল খান দুরানির দ্বিতীয় বিয়ের পর দু’জনের মধ্যে বাকযুদ্ধ হয়। রাখি এবং আদিল একে অপরের বিরুদ্ধে বিষ ছড়াতে কখনওই পিছপা হন
রাখি সাওয়ান্ত এবং আদিল দুরানির ফোন রেকর্ডিং ভক্তদের মধ্যে ভাইরাল হয়েছিল। রেকর্ডিংয়ে রাখিকে ডিভোর্সের কথা বলতেও শোনা যায়। আর আদিলকে তা অস্বীকার করতে শোনা যায়। সেই আলাপচারিতায় আদিলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন রাখি সাওয়ান্ত।
রাখি সাওয়ান্ত বলেন, 'ও শুধুই মিথ্যা বলে। সে যত রোজা রাখুক না কেন, একটি রোজাও তাঁকে আল্লার কাছে নিয়ে যেতে পারবে না। বিয়ে করার অধিকার সবার আছে। কিন্তু, আমার নাম কেন ব্যবহার করা হচ্ছে?’
রাখি সাওয়ান্ত কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমি হিন্দু ধর্মাবলম্বী। সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমার জন্য অনেকটা কঠিন ছিল। আদিল প্রসঙ্গে তিনি আরও বলেন, 'তাঁর পথ থাকলে আমাকে বিক্রি করে দিতেন। তিনি আমাকে দুবাই নিয়ে গেলেন। সেখানে তিনি ৪-৫ জনকে পরিচয় করিয়ে দেন এবং তার সঙ্গে দেখা করে টাকা নিয়ে আসতে বলেন। তাকে এক রাতের জন্য নিয়ে যান এবং আমার থেকে টাকা দাবি করেন।’ রাখি জানান, আদিল তাঁকে কিছু পুরুষের কাছে বিক্রি করতেও চেয়েছিল।
রাখি সাওয়ান্ত বলেন, যে তিনি একটি মেয়ের সঙ্গে বেশিদিন থাকতে পারবেন না। তাঁর কথায়, 'আদিল কোনও মেয়ের সঙ্গে তিন-চার মাসের বেশি থাকতে পারে না। তার মেয়ে বদলানোর অভ্যাস আছে। প্রতি রাতেই নতুন মেয়ে বদল করে।
আদিলের বাবা সম্পর্কে বলতে গিয়ে রাখি সাওয়ান্ত আরও বলেন, 'আদিল দুরানির বাবা তাঁকে পুত্রবধূ হিসেবে ডেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। তাঁর বাবা বলেছে, তোমাকে মেয়ে বলেই মনে করি। ২০ লাখ টাকা দাও। তারপর দিলাম। আমি ওদের মায়ের গয়নাও দিয়েছিলাম। আদিল ওর বোনের বিয়ের জন্য গয়না চেয়েছিল এবং আমি সব দিয়েছি। রাখি আরও বলেছেন কী ভাবে তিনি হয়রানির শিকার হন।