আর্কাইভ থেকে বাংলাদেশ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এসে প্রাণ গেলো এক বৃদ্ধের

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শরীয়তপুরের জাজিরা প্রান্তে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে আব্দুল হক মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহত মোল্লা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের বাসিন্দা।

শনিবার (২ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজার জাজিরা অংশের প্রায় দেড়শ মিটার দূরে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পদ্মা দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক।

তিনি জানান, শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন।

মো. সুজন হক আরও বলেন,  দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস থানায় আনা হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন