শিক্ষকদের সক্ষমতা অর্জনে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার পরিচালনার সক্ষমতা অর্জন বিষয়ে তিনদিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়.উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে । উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী সভায় পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মণ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ এরশাদ ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার