অর্থনীতি

আবারও কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে আবারও কমেছে জ্বলানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম কমলেও। অপরিবর্তিত থাকছে পেট্রোল ও অকটেনের দাম।

রোববার (৩১ মার্চ) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়। ভোক্তা পর্যায়ে অকটেন ১২৬ ও পেট্রোল প্রতি লিটার ১২২ টাকা দরে বিক্রির নির্দেশনা দেয়া হয়।

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়। যেখানে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০৮, কেরোসিন ১০৮, অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দরে বিক্রির ঘোষণা দেয়া হয়েছিলো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন