আর্কাইভ থেকে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে পুলিশের উপর হামলা: নিহত ৩

পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে ধরতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে। হামলার অভিযোগে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিতে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি ও সিবিএস নিউজের তথ্য মতে, গেলো বৃহস্পতিবার (৩০ জুন) পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাসহ এক ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মধ্যস্থতায় অভিযুক্ত ল্যান্স স্টোরজকে হেফাজতে নেয় পুলিশ।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ নরকের’ মুখোমুখি হন। হামলায় কে৯ ড্রাগো নামে কুকুরটিও মারা গেছে। কেন্টাকি রাজ্য পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স।

স্টোরজের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন