সাকিবের নতুন রেকর্ড, ছাড়িয়ে গেলেন গ্যারি সোবার্সকে
সাকিব আল হাসান আর রেকর্ড বইয়ের পাতা, এ ‘দুই’ যেন পাশাপাশি চলা কোনো সহোদর। রেকর্ডের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো সাকিবের অভ্যাস। সেই অভ্যাসের বশেই কিনা, আবারও নতুন রেকর্ডে পা দিলেন সাকিব।
চট্টগ্রামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। লঙ্কানদের রানের চাপায় আটকে পড়েছে বাংলাদেশ। তবে সাকিব নিজের কাজে পরিণত। সাকিবের ঝুলিতেই ঢুকেছে সর্বোচ্চ ৩ উইকেট।
ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বলা হয় ক্যারিবিয়ান গ্যারি সোবার্সকে। কিংবদন্তি এই অলরাউন্ডারের টেস্ট উইকেট সংখ্যা ২৩৫ টি। যা ৯৩ টি ম্যাচ খেলে অর্জন করেছেন সোবার্স। আর এদিকে মাত্র ৬৭ টি টেস্ট খেলে সেই অর্জনে ভাগ বসিয়েছেন সাকিব।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দীনেশ চান্ডিমালকে কট বিহাইন্ডে ফিরিয়েছেন। তখনই সোবার্সের সাথে সমান ২৩৫ উইকেটের মালিক হয়ে ওঠেন এই বাংলাদেশি অলরাউন্ডার। অপেক্ষা ছিল কেবল ছাড়িয়ে যাওয়ার। চা-বিরতির ঠিক আগে প্রবথ জয়াসুরিয়াকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাকিব তুলে নেন নিজের তৃতীয় উইকেট। আর এরই সাথে ছাড়িয়ে যান সোবার্সকে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেটের তালিকাতেও শীর্ষে সাকিব। এছাড়াও লাল বলের ক্রিকেটে সাড়ে চার হাজারের বেশি রান করেছেন এই অলরাউন্ডার।