আর্কাইভ থেকে বাংলাদেশ

‘রাজধানীর পাশে চারটি কাঁচাবাজার হবে’

যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, তাই দক্ষিণ অঞ্চল থেকে প্রচুর পণ্য আসবে। আমিন বাজার, মহাখালী, সায়েদাবাদ বা কাঁচপুর ও পশ্চিম অঞ্চল মিলে মোট চারটি কাঁচাবাজার নির্মাণের একটা সিদ্ধান্ত হয়েছে। তাহলে ঢাকার কাওরান বাজারের উপর চাপ কমবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কাওরান বাজার এলাকায় ভালো মার্কেট তৈরি করে, সেখানে বাজার ব্যবস্থা তৈরি করতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে। আমরা যখন নির্বাচনে অংশ নেয়ার সময় একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করি।

তিনি বলেন, উন্নত দেশগুলো দেয়নি, আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। আমি আশা করি সবাই এ ভ্যাকসিন নেবেন।   

শেখ হাসিনা বলেন, করোনা মহামারি যেতে না যেতেই এখন আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যেটা সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে। আর আমাদের মতো দেশ সেখানে তো আরও বেশি এটার প্রভাব পড়েছে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন