দর্শনা বন্দরে পৌঁছেছে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান
ভারত থেকে পেঁয়াজের প্রথম বড় একটি চালান দর্শনা বন্দরে এসে পৌঁছেছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) আমদানিকারক হিসেবে এ মালামাল আমদানি করেছে।
রোববার বিকেল সাড়ে ৫টায় পেঁয়াজের চালানটি দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায়।
দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবির) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালানটি রোববার সাড়ে ৫টার দিকে ভারত থেকে দর্শনা রেলপথের মাধ্যমে দর্শনা বন্দরে এসে পৌঁছেছে। মোট ৪২ ওয়াগনে প্রায় ১৬ শ’ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
তিনি আরও জানান, আমদানি করা ভারতীয় পেঁয়াজ রেলবন্দর থেকে পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে পাঠানোর ব্যাবস্থা করা হবে।
দর্শনা পৌরমেয়র ও রেলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু জানান, সরকার রমজান মাসে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।